Monday, December 8, 2025
Home আন্তর্জাতিক আফগানিস্তানের বিদেশ মন্ত্রীর সঙ্গে বৈঠকে ব্রাত্য মহিলা সাংবাদিকরা, তীব্র ক্ষোভ প্রকাশ বিরোধীদের।

আফগানিস্তানের বিদেশ মন্ত্রীর সঙ্গে বৈঠকে ব্রাত্য মহিলা সাংবাদিকরা, তীব্র ক্ষোভ প্রকাশ বিরোধীদের।

মহিলা দের অধিকার হননে বরাবরই বেশ খুখ্যাত আফগানিস্তানের তালিবান সরকার। এবার দিল্লিতে আফগানিস্তানের বিদেশমন্ত্রী আমির খান মুত্তাকির সাথে বিদেশ মন্ত্রী এস জয় শঙ্করের সাংবাদিক বৈঠকে ঢুকতে দেওয়া হল না কোনও মহিলা সাংবাদিককে। সেই নিয়ে বেজায় ক্ষুব্ধ বিরোধীদলগুলি। এই নিয়ে সাংবাদিক সম্মেলনে আগেই মুখ খোলেন তৃণমূল কংগ্রেস সাংসদ মহুয়া মৈত্র। কেন্দ্র সরকারে এই সিদ্ধান্তর তীব্র সমালোচনা করেন তিনি। এবার মুখ খুললেন রাহুল গান্ধী।তার কথায় আপনি মহিলা সাংবাদিকদের প্রকাশ্য সম্মেলনে প্রবেশের অধিকার ছিনিয়ে নিয়ে দেশের সব নারীকে বুঝিয়ে দিলেন, যে তাঁদের হয়ে অবস্থান নেওয়ার মতো শক্তি আপনার নেই। বিরোধীদের নারী বিদ্বেষী তকমা ঝেড়ে ফেলে মোদি সরকারের বক্তব্য, ওই সাংবাদিক সম্মেলনের আমন্ত্রণ আফগান দূতাবাস থেকে পাঠানো হয়েছিল।তাই কোনোভাবেই কেন্দ্র সরকারকে দায়ী করা যায়না।

RELATED ARTICLES

Most Popular

Recent Comments