লাদাখ আন্দোলনের মুখ সোনমকে গ্রেপ্তারির পরই লাদাখ থেকে সরিয়ে রাতারাতি নিয়ে যাওয়া হয় রাজস্থানের যোধপুরে।আপাতত জেলেই আছেন সোনম। জেল থেকেই এবার একাধিক দাবী এবং শান্তির বার্তা শোনালেন গান্ধী বাদী এই নেতা।জনগণের উদ্দেশ্যে তিনি বলেছেন লাদাখকে রাজ্যের মর্যাদার দাবি-সহ একাধিক ইস্যুতে আমি লাদাখের জনগণের পাশে আছি। আমি জনগণকে শান্তি ও ঐক্য বজায় রাখার এবং শান্তিপূর্ণভাবে আমাদের সংগ্রাম চালিয়ে যাওয়ার জন্য আবেদন করছি। এই আন্দোলন যেন সত্যিকারের গান্ধীবাদী অহিংসার পথে হয়।প্রসঙ্গত উল্লেখ্য লাদাখে গণবিক্ষোভের দুই দিন পর সোনমকে গ্রেপ্তার করে পুলিশ। তার বিরুদ্ধে দায়ের করা হয় একাধিক জামিন অযোগ্য রাষ্ট্রবিরোধীতার মামলা।

