পুণেতে গ্রেপ্তার এক আল কায়দা জঙ্গি। পেশায় সফটঅয়্যার ইঞ্জিনিয়ার জুবের হাঙ্গারগেকার নামের ওই অভিযুক্তের আল কায়দা যোগ মেলার পর তাঁকে গ্রেপ্তার করেছে মহারাষ্ট্র পুলিশের এস টি এফ। তার কাছ থেকে জঙ্গি সংগঠন সংক্রান্ত বেশ কিছু নথিপত্র উদ্ধার হয়।ইউএপিএ আইনে গ্রেপ্তার করা হয় অভিযুক্তকে। স্পেশাল ইএপিএ আদালত ৪ নভেম্বর পর্যন্ত পুলিশি হেফাজতে পাঠিয়েছে জুবেরকে।তদন্তকারীদের আশঙ্কা আল কায়দার মদতে মহারাষ্ট্রে সন্ত্রাসবাদী হামলার পরিকল্পনা করছিলেন তিনি।তার গ্রেপ্তারিতে বড়ো কোনো হামলার ছক বানচাল করা গেলো বলে মনে করা হচ্ছে।

