খড়গপুরে বিদ্যাসাগর ইন্ডাস্ট্রিয়াল পার্কে তৈরি হয়েছে বিড়লা ওপাসের রং কারখানা। প্রায় একশো একর জমিতে বিড়লা গোষ্ঠীর তরফে দেড় হাজার কোটি টাকা বিনিয়োগ দিয়ে তৈরি হয়েছে কারখানাটি। বৃহস্পতিবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কারখানা উদ্বোধনের কথা ছিল।কিন্তু শেষ মুহূর্তে হটাৎ কারখানার উদ্বোধন স্থগিত হয়ে যায়।উত্তর বঙ্গ থেকে ফেরার সময় বিমান বন্দরে মুখ্যমন্ত্রী এই ঘটনা নিয়ে মুখ খোলেন।ওপাসের রং কারখানা স্থগিতের ষড়যন্ত্রের নেপথ্যে মমতা বন্দ্যোপাধ্যায় কারও নাম নেননি তবে তার কথায় ষড়যন্ত্রর ইঙ্গিত পাওয়া যাচ্ছে। ‘হাইলোডেড ভাইরাসে’র কলকাঠিতে কর্মসূচি বাতিল বলে মনে করছেন তিনি।
বঙ্গে বিড়লার কারখানা উদ্বোধন স্থগিত!
RELATED ARTICLES

