গতকাল গোপন সূত্র মারফত খবর পেয়ে ফরাক্কার জিআরপির আধিকারিকের নেতৃত্বে জিআরপির একটি টিম নিউ ফরাক্কা স্টেশনে অভিযান চালায় সন্দেহ জনক দুই জনকে গ্রেপ্তার করা হয়। তল্লাশিতে পাওয়া যায় বিপুল পরিমানে জাল নোট।প্রায় তিন লক্ষ টাকার জালনোট উদ্ধার হয়েছে।ধৃতরা মালদহের বাসিন্দা।তদন্তে জানা যায় খালতিপুর থেকে ট্রেনে চেপে নিউ ফরাক্কা স্টেশনে নেমেছিল তাঁরা।আরো জানা যায় ওই বিপুল পরিমাণ জালনোট দিল্লিতে পাচারের পরিকল্পনা ছিল।পুলিশি তৎপরতায় পাচারের ছক বানচাল হয়।

