ইসরায়েল আমেরিকার বিশেষ করে দুই দেশের রাষ্ট্রপ্রধানের সম্পর্ক বরাবরই বেশ মধুর। তবে সাম্প্রতিক সময়ে তাতে ফাটল ধরেছে বলে মনে হচ্ছে।কারণ নাকি ইজ়রায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর অসহিষ্ণুতা । আগে ডোনাল্ড ট্রাম্পের ২০ দফা সান্তি প্রস্তাব হামাস আংশিক ভাবে মেনে নিতে রাজি হওয়ার পরেও নেতানিয়াহু সংশয় প্রকাশ করায় ট্রাম্প তার সমালোচনা করেন। এবার আরো একবার সেই ঘটনার পুনরাবৃত্তি।হামাস ইজ়রায়েলি পণবন্দিদের মুক্তি দিতে রাজি হয়েছে, এই ‘সুখবর’ দিতে নেতানিয়াহুকে ফোন করেছিলেন ট্রাম্প। নেতানিয়াহু খবরের গ্রহন যোগ্যতা এবং গুরুত্ব নিয়ে সংশয় প্রকাশ করলে আবার বেজায় চটেছেন ট্রাম্প।এই সমস্যা দুই দেশের সম্পর্কে ফাটল ধরাতে পারে বলেও মনে করা হচ্ছে।

