Saturday, December 6, 2025
Home আন্তর্জাতিক খগেন মুর্মুকে হাসপাতালে দেখতে গেলেন মমতা ব্যানার্জী

খগেন মুর্মুকে হাসপাতালে দেখতে গেলেন মমতা ব্যানার্জী

উত্তর বঙ্গ বন্যা পরিস্থিতি খতিয়ে দেখতে গতকাল বন্যা বিদ্ধস্ত এলাকায় যান বিজেপির সাংসদ খগেন মুর্মু এবং বিধায়ক শঙ্কর ঘোষ।রক্তাক্ত হন বিজেপি সাংসদ  আক্রান্ত হন বিজেপি বিধায়কও । এদিন আক্রান্ত খগেন মুর্মুকে দেখতে যান খোদ রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। খখেন মুর্মুর ইনজুরি সিরিয়াস।এমআরআই এবং স্ক্যান হয়েছে। চোখের নিচে যে সেনসেটিভ হাড় আছে তাতে বাজেভাবে ফ্যাকচার পাওয়া গিয়েছে।আপাতত স্থিতিশীল আছেন তিনি। তবে উন্নত চিকিৎসার জন্য তাকে দিল্লি নিয়ে যাওয়ার কথা বলেছেন রাজ্যের বিরোধী দল নেতা শুভেন্দু অধিকারী। আজ মুখ্যমন্ত্রী কিছুক্ষন আহত সাংসদের সাথে কথা বলেন এবং স্বাস্থ্যর খবর নেন। মুখ্যমন্ত্রীর এই সাক্ষাৎ সৌজন্যতার অন্যতম উদাহরণ বলেই মনে করছেন শাসক দল। অন্যদিকে এখনো অভিযুক্তরা গ্রেপ্তার না হওয়ায় শাসক দলকে তীব্র সমালোচনা করেছেন বিরোধী দল নেতা সহ রাজ্য বিজেপির অনেক নেতা।

RELATED ARTICLES

Most Popular

Recent Comments