Monday, September 1, 2025
Home দেশ জোট সরকারকে বিশেষ বার্তা দিলেন মোহন ভাগবত

জোট সরকারকে বিশেষ বার্তা দিলেন মোহন ভাগবত

কেন্দ্রে নতুন সরকার গঠন হয়েছে মাত্র দুদিন আর আজ নাগপুরে সংঘের সদর দপ্তরে এক অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে মোহন ভাগবত সরকারকে মনে করিয়ে দিলেন তার কর্তব্য।তিনি বলেন, “নির্বাচন হল ঐকমত্য গড়ে তোলার একটি প্রক্রিয়া। সংসদে দুটি দিক রয়েছে একটি শাসক ও অন্যটি প্রতিপক্ষ। সেখানে যে কোনও প্রশ্নের উভয় দিক বিবেচনা করা হয়। যাতে আমরা সঠিক সিদ্ধান্তে পৌঁছই। আমি বিরোধী পক্ষ বলি না, আমি বলি প্রতিপক্ষ। প্রতিপক্ষ বিরোধী নয়। তাদের বিরোধী মনে করাও উচিত নয়।”আরএসএস প্রধান আরো বলেন, “সঙ্ঘ প্রতিটি নির্বাচনে জনমতকে পরিমার্জিত করার জন্য কাজ করে, এবারও তা করেছে। কিন্তু সংঘ কখনও ফলাফলের বিশ্লেষণে জড়ায় না। সংসদে বিভিন্ন বিষয়ে ঐকমত্য গড়ে তুলতে হবে। আমাদের ঐতিহ্যই হল ঐকমত্যের বিকাশ। নির্বাচন একটি প্রতিযোগিতা মাত্র, যুদ্ধ নয়।” তার এই মন্তব্য রাজনৈতিক খেত্রে বিশেষ বার্তা বলেই মনে করা হচ্ছে।

RELATED ARTICLES

Most Popular

Recent Comments