Sunday, August 31, 2025
Home দেশ বাংলা থেকে প্রতিনিধি দল যেতে পারে প্রয়াগরাজে।

বাংলা থেকে প্রতিনিধি দল যেতে পারে প্রয়াগরাজে।

 

বুধবার রাতে মৌনী আমাবস্যা উপলক্ষে ছিল দ্বিতীয় ‘শাহী স্নান’।

সূত্রের খবর, রাত ২টো নাগাদ স্নানের উদ্দেশ্যে জড়ো হয়েছেন অসংখ্য পুণ্যার্থী। ১০ হাজারের বেশি মানুষ একসঙ্গে স্নান করতে ভিড় জমান। তখনই ১১ থেকে ১৫ নম্বর খুঁটির মাঝে ভিড়ে চাপেই ব্যারিকেড ভেঙে যায়। তারপরে শুরু হয় দৌড়াদৌড়ি এবং হুড়োহুড়ি। দুর্ঘটনার পরিস্তিতি নিয়ন্ত্রণে বাইরের চলে যায়। ফল স্বরূপ পদপিষ্ট হয়ে প্রাণ হারান বহু তীর্থযাত্রী। এর মধ্যে রয়েছেন বাংলার বেশ কয়েকজন।

যদিও এখনও পর্যন্ত কোনও বিস্তারিত এবং পরিচয় একনই স্পষ্টভাবে জানা যায়নি। গোটা বিষয়টি নিয়ে উদ্বিগ্ন বাংলার সরকার। তৎক্ষণাৎ নবান্নের তরফে দিল্লি রেসিডেন্ট কমিশনের মাধ্যমে উত্তরপ্রদেশ সরকারের সঙ্গে যোগাযোগ করা হয়েছে।

মর্মান্তিক ঘটনায় শোকপ্রকাশ করেছেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সূত্রের খবর, পরিস্থিতি খতিয়ে দেখে এবার বাংলার প্রতিনিধি দল যাচ্ছে প্রয়াগরাজে।

RELATED ARTICLES

Most Popular

Recent Comments