Saturday, January 31, 2026
Home দেশ অজিত পাওয়ারের বিমান দুর্ঘটনা নিয়ে নতুন তথ্য সামনে এলো

অজিত পাওয়ারের বিমান দুর্ঘটনা নিয়ে নতুন তথ্য সামনে এলো

মহারাষ্ট্রর উপ মুখমন্ত্রী অজিত পাওয়ারের বিমান দুর্ঘটনার কারন এখনো স্পষ্ট নয় তবে তার মধ্যেই নতুন তথ্য সামনে এলো কেন্দ্রের তরফে।সাধারণত দুর্ঘটনার পরিস্থিতি সৃষ্টি হলে পাইলটরা সঙ্গে সঙ্গে ‘মে ডে’ কল দেন, যাতে এটিসি জরুরি পদক্ষেপ করতে পারে। কিন্তু এক্ষেত্রে বিপর্যয় টের পাওয়ার আগে কেন পাইলট ‘মে ডে’ কল দেননি? তা নিয়ে প্রশ্ন উঠছে।কেন্দ্রের বিবৃতিতে স্পষ্ট জানানো হয়েছে, দুর্ঘটনার আগে বারামতি বিমানবন্দরের এয়ার ট্রাফিক কন্ট্রোল বিমানটি থেকে কোনও ‘মে ডে’ কল পায়নি।স্বাভাবিক ভাবেই অজিতের বিমান দুর্ঘটনা নিয়ে বাড়ছে রহস্য। প্রশ্ন উঠছে, হঠাৎ করে এমন কী ঘটেছিল যে পাইলটরা কিছু জানানোর সুযোগই পেলেন না। অনেক প্রশ্ন এখনো অধরা। ইতিমধ্যে মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায় গোটা ঘটনার উচ্চ পর্যায়ের তদন্ত দাবী করেছেন।অনুমান করা হচ্ছে বিমানের ব্ল্যাক বক্স এবং ককপিট ভয়েস রেকর্ডারের তথ্য বিশ্লেষণ করার পরই দুর্ঘটনার প্রকৃত কারণ স্পষ্ট হবে।তবে কোনো সম্ভবনাই বর্তমানে উড়িয়ে দেয়া যাচ্ছেনা।

RELATED ARTICLES

Most Popular

Recent Comments