এই মুহূর্তে গভীর সংকট জনক অবস্থায় চিকিৎসাধীন খালেদা জিয়া।গত ২৩ নভেম্বর রাতে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি হন খালেদা জিয়া। সেই সময়ে লিভারের সমস্যা, কিডনির কর্মক্ষমতা হ্রাস, শ্বাসকষ্ট-সহ একাধিক শারীরিক সমস্যা ছিলো তার।প্রাক্তন প্রধানমন্ত্রীর স্বাস্থ্য সম্পর্কে তার দলের ভাইস চেয়ার ম্যান জানিয়েছেন ম্যাডাম এই সময়ে খুবই ক্রিটিকাল অবস্থায় আছেন।তার চিকিৎসা নিয়ে বিভিন্ন দেশের বিশেষজ্ঞ চিকিৎসকদের পরামর্শ নেয়া হচ্ছে।সূত্রের খবর আপাতত তাকে বিদেশে নিয়ে গিয়ে চিকিৎসার সম্ভবনা নেই। রাজধানী ঢাকার এভারকেয়ার হাসপাতালেই তার চিকিৎসা চলবে।

