ক্রিকেট থেকে অবসর নিলেন চেতেশ্বর পূজারা। তার ক্রিকেট জীবন ছিলো যথেষ্ট বর্ণময়।টেস্ট অভিষেকের মাত্র বছরদুয়েকের মধ্যেই জীবনে প্রথমবার দ্বিশতরান হাঁকান পূজারা। ইংল্যান্ডের বিরুদ্ধে হোম সিরিজের প্রথম টেস্টে ২০৬ রানে অপরাজিত থাকেন পূজারা। সেই শুরু। দেশের হয়ে ১০৩ টেস্ট খেললেও কখনও সেই অর্থে ‘তারকা’র মর্যাদা পাননি।সদ্য বাদ পড়ে ছিলেন দিলীপ ট্রফি থেকে। তারপরই হয়তো এমন সিদ্ধান্ত। তার অবসরে মন খারাপ লক্ষ্য লক্ষ্য ভারতীয় ক্রিকেট অনুরাগীর।