অমিতাভ বচ্চন বরাবরই ক্রিকেট ভক্ত। সেমিফাইনাল ম্যাচের দিন অমিতাভ নিজেই জানালেন, “যেদিন আমি ম্যাচ দেখি না, সেদিনই ভারত জেতে।”
এখানেই শুরু হল এক নতুন বিতর্ক। অভিষেকের এমন মন্তব্যের পরই নেটপাড়ায় কটাক্ষের ঝড়!
ক্রমাগত হুঙ্কার দিয়েই শাহীনের শাকে যে তিনি যেন কিছুতেই রবি বারের টিভির পর্দায় চোখ না রাখেন— কিংবদন্তি স্টেডিয়ামে গিয়ে দূরে থাকেন!
এবার পাল্টা জবাব দিলেন অমিতাভ বচ্চন— “এবার ভাবছি, যাব কি যাব না!”
যদিও তাতে বিসিসিআই কোনো সিদ্ধান্ত জানায়নি। আপনি তিনিই স্পষ্ট করেননি, মাঠে থাকবেন কি না।