আজ অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ওড়িশার প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা বিজু জনতা দলের প্রধান নবীন পট্টনায়েক।গত বিধানসভা নির্বাচনে হারের পর থেকে রাজনীতি থেকে কার্যত নিজেকে গুটিয়ে নিয়েছেন ৭৮ বছর বয়সি নবীন। দীর্ঘদিন ধরে নানা অসুস্থতাতেও ভুগছেন। রবিবার হঠাৎ শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তাকে ভর্তি করা হল হাসপাতালে।তার পরিবার বিজেডি দলের তরফে জানানো হয়েছে বার্ধক্যজনিত সমস্যার কারণে হাসপাতালে ভর্তি করা হয়েছে প্রাক্তন মুখ্যমন্ত্রীকে। আপাতত বিপদ মুক্ত তিনি তবে অবসেরভেশন এ রাখা হয়েছে তাকে। একটি মেডিকেল টিম তার স্বাস্থ্যর দিকে নজর রাখছে। দ্রুত হাসপাতাল থেকে ছুটিও পেতে পারেন তিনি।