শারীরিক অসুস্থ্যতা নিয়ে এই মুহূর্তে বাইপাসের ধারে বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন গায়ক নচিকেতা চক্রবর্তী।কোচবিহার থেকে ফিরেই তাকে দেখতে হাসপাতালে গেলেন মুখ্যমন্ত্রী।শ্বাসকষ্টজনিত সমস্যায নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন নচিকেতা।পরীক্ষার পর জানা যায় হার্টে ব্লকেজ রয়েছে। সেইমতো শনিবার দ্রুত অস্ত্রোপচারের সিদ্ধান্ত নেওয়া হয় এবং স্টেন্ট বসানো হয় গায়কের হৃদযন্ত্রে।এর আগেও এক অনুষ্ঠানে ভরা মঞ্চে তাঁর শারীরিক অসুস্থতা নিয়ে উদ্বেগ প্রকাশ করেন মুখ্যমন্ত্রী।হাসপাতালে ভর্তি হয়ার পর তার নিয়মিত খবর নিয়েছেন মুখ্যমন্ত্রী।হাসপাতাল সূত্রের খবর আপাতত স্থিতিশীল রয়েছেন গায়ক।

