তার প্রায় প্রতিটি সিদ্ধান্তই বিতর্কিত। ব্যবসা ক্ষেত্রে শুল্ক বাড়ানো থেকে শুরু করে ভিসা সংক্রান্ত আইন সংশোধন সবই ছিলো বহু আলোচিত। এবার সেই ট্রাম্প আমেরিকার প্রাক্তন রাষ্ট্রপতি জো বাইডেন রাষ্ট্রপতি থাকা কালীন যে স্বাক্ষরগুলি করেছিলেন সেগুলির কোনটাই ‘বৈধ’ নয় বলে তার সব সিদ্ধান্ত কার্যত বাতিল করে দিলেন।কী কারণে জো বাইডেনের আমলে জারি হওয়া কার্যকরী সিদ্ধান্ত গুলো বাতিল হলো তাও তিনি স্পষ্ট করেছেন। তার মতে বাইডেনের আমলের বেশিরভাগ নথি অটোপেন ব্যবহার করে অনুমোদিত হয়েছিল। তাই সেই স্বাক্ষরগুলির কোনো আইনি বৈধতা নেই এবং যেহেতু জো বাইডেন নিজে স্বাক্ষর করেননি সেগুলি বাতিল করা হচ্ছে।পাশাপাশি জো বাইডেনকে কটাক্ষ করে ট্রাম্প বলেন অধিকাংশ সময়ে ঘুমিয়ে থাকতেন তিনি।
আগের রাষ্ট্রপতির সব নির্দেশ বাতিল করলেন ট্রাম্প!
RELATED ARTICLES

