আনুষ্ঠানিক ভাবে এখনো পুজোর শুরু না হলেও পুজোর আমেজে ভাসছে গোটা বাংলা। প্রতিবারের ন্যায় এবারও ষষ্ঠীর আগেই শহরের একাধিক পুজোর উদ্বোধন করছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ঘুরে দেখছেন মণ্ডপ সৌজন্য বিনিময় করছেন তার অগণিত অনুরাগীদের সাথে।সোমবার বিকেলে পুজো উদ্বোধনে বেহালার বড়িশা ক্লাবে যান তিনি। সঙ্গে ছিলেন স্থানীয় বিধায়ক রত্না চট্টোপাধ্যায়-সহ আরো অনেক রাজনৈতিক ব্যাক্তিত্ব। এদিন বড়িশায় মুখ্যমন্ত্রীর পাশে দেখা গেল পহেলগাঁও কাণ্ডে নিহত বিতান অধিকারীর বাবা-মাকে। তাঁদের সাথে আবেগ পূর্ন কিছু মুহূর্ত কাটাতে দেখা গেলো মুখ্যমন্ত্রীকে।আজ খিদিরপুর ২৫ পল্লীর দুর্গাপুজোরও উদ্বোধন করেন তিনি। সেই মঞ্চ থেকেই ফের একবার জিএসটি নিয়ে কেন্দ্রের রাজনীতির তীব্র সমালোচনা করেন তিনি।

