আনন্দ পুর হত্যা কান্ড নিয়ে এই মুহূর্তে সরগরম রাজ্য রাজনীতি। ইতিমধ্যে রাজ্য সরকারের অপদার্থ তাকেই দায়ী করেছে রাজ্য বিজেপি। বিরোধী দলনেতার নেতৃত্বে মিছিল ও হয়। এবার পিএমও দপ্তর থেকে আনন্দপুরের হতাহতদের জন্য আর্থিক সাহায্য ঘোষণা করা হল। আজ এক্স হ্যান্ডেল পোস্টে জানানো হয়েছে, প্রধানমন্ত্রীর জাতীয় ত্রাণ তহবিল থেকে নিহতদের পরিবার পিছু ২ লক্ষ টাকা এবং আহতদের ৫০ হাজার করে ক্ষতিপূরণ দেয়া হবে।পাশাপাশি গোটা বিষয়ের জন্য দুঃখ প্রকাশ করা হয় এবং যাঁরা প্রিয়জনদের হারিয়েছেন, তাঁদের প্রতি সমবেদনা এবং আহতদের দ্রুত আরোগ্য কামনা করা হয়েছে।

