Saturday, January 31, 2026
Home সম্পাদকীয় আন্তর্জাতিক মাতৃভাষা দিবস

আন্তর্জাতিক মাতৃভাষা দিবস

পন্ডিত অনিমেষ শাস্ত্রী

ভাষাকে ঘিরে আন্দোলন,  ভাষা কে ঘিরে একটা জাতীর, একটা রাষ্ট্রের আত্মপ্রকাশ , এমন নজির গোটা বিশ্বের ইতিহাসে আর দ্বিতীয় নেই। এ কাজ একমাত্র বাঙালিদের দ্বারাই সম্ভব।

ভাবতেও গর্ব হয় আমার মাতৃ ভাষা বাংলাকে রক্ষা করতে, তার শ্রেষ্ঠত্ব  ও স্বতন্ত্রতা বজায় রাখতে চলেছে লড়াই à§· ঝরেছে রক্ত à§· বিক্ষোভ মিছিলে কেঁপে উঠেছিল গোটা বাংলাদেশ à§· শেষমেশ জিত হল সত্যের আর সেই জয়ের দিনটা ছিলো আজকের দিন, আজ আমাদের প্রতিটা বাঙালির বড়ো আনন্দেরে দিন, আজ মাতৃ ভাষা দিবস, তবে এখন তো এ এক আন্তর্জাতিক উৎসব|

একুশ ফেব্রুয়ারিকে আন্তর্জাতিকভাবে স্বীকৃতির প্রথম দাবি করা হয় ১৯৯৭ সালে à§· ভাষা শহীদ আব্দুল জব্বরের জন্মস্থান ময়মনসিংহ জেলার গফুরগাঁও উপজেলা থেকে ওঠে এই দাবি , পরবর্তীতে বহু প্রতীক্ষা ও চেষ্টার পর ১৯৯৯ সালে à§§à§­ নভেম্বর রাষ্ট্রসংঘের ৩০তম অধিবেশনে প্রস্তাবটি ওঠে à§· ২০০৮ সাল থেকে জাতিসংঘের সদস্যভুক্ত ১৮৮ দেশ একযোগে ২১ ফেব্রুয়ারিকে আন্তজার্তিক ভাষা দিবস হিসেবে পালন করতে শুরু করে|

যদিও আজীবন আমার মাতৃ ভাষাই আমার মনের কথা প্রকাশ করার প্রধান মাধ্যম, রোজ আমার ভাষা আমার সঙ্গেই থাকে, রোজ এই ভাষাতেই আমি আমার ক্লাইন্ট দের সাথে কথা বলি এবং আমার মতোই  আমার বাংলা ভাষাও এগিয়ে চলেছে, পরিবর্তিত হচ্ছে, প্রতিনিয়ত, তবু আজ একজন বাঙালি হিসেবে এই দিনটায় আলাদা করে গর্ব হয়, নিজের মাতৃ ভাষার জন্যে, নিজের সংস্কৃতি ও সাহিত্যর জন্যে, আর মাথা নত হয়ে আসে সেই বীর শহীদদের জন্যে যারা ভাষা আন্দোলনে প্রান বিসর্জন দিয়েছেন|

আপনাদের সবাইকে জানাই আন্তর্জাতিক মাতৃ ভাষা দিবসের অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন, ভালো থাকুন। ভালো রাখুন নিজের মাতৃ ভাষাকে। বাংলা ভাষার জয় হবেই।

RELATED ARTICLES

Most Popular

Recent Comments