Saturday, January 31, 2026
Home আন্তর্জাতিক আবার অশান্ত নেপাল! জারি কারফিউ!

আবার অশান্ত নেপাল! জারি কারফিউ!

গত সেপ্টেম্বর মাসেই অগ্নিগর্ভ হয়ে ওঠে নেপালের পরিস্থিতি। জেন জির আন্দোল দেশ ছাড়তে হয় তৎকালীন প্রধানমন্ত্রী ওলিকে। সম্প্রতি ওলির দলের নেতা-কর্মীরা ফের সক্রিয় হয়েছেন নেপালে। আবার বিক্ষোভ এর পথে হাটে তরুণ প্রজন্ম।কমিউনিস্ট পার্টি অফ নেপালের সাথে খণ্ডযুদ্ধ শুরু হয়েছে ‘জেন জি’ বিক্ষোভকারীদের। পরিস্থিতি  অগ্নিগর্ভ হয়ে ওঠায়  বৃহস্পতিবার কিছু জায়গায় কার্ফু জারি করেছে প্রশাসন।সম্প্রতি ওলির দলের দুই নেতার নেপাল আগমণের বিষয়টি জানা মাত্র সমাজমাধ্যমে প্রতিবাদ কর্মসূচির ডাক দেন ‘জেন জি’ সমর্থকরা তারপর থেকেই অশান্তির আগুন ছড়াতে থাকে দ্রুত তা পুনরায় গণ বিক্ষোভের রূপ নেয়।আগামী ৫ মার্চে নেপালে নির্বাচনের দিনক্ষণ ঘোষণা হয়েছে। আন্দোলনকারীরা চায়না প্রাক্তন প্রধানমন্ত্রীর দল নির্বাচনে অংশ নিক তাই এই প্রদিবাদের পথ বেছে নিয়েছে তারা।

RELATED ARTICLES

Most Popular

Recent Comments