Sunday, February 1, 2026
Home দেশ আরজিকরে নির্যাতিতার বাড়িতে গেলেন অধীর চৌধুরী!

আরজিকরে নির্যাতিতার বাড়িতে গেলেন অধীর চৌধুরী!

শনিবার অধীরবাবুর সঙ্গে ছিলেন কংগ্রেস স্থানীয় নেতা তাপস মজুমদার ও এক প্রতিনিধি দল নিয়ে সাড়ে ১১টা নাগাদ পানিহাটি বাড়িতে গিয়ে নির্যাতিতার পরিবারের সঙ্গে দেখা করেন অধীর চৌধুরী । প্রায় ৫০ মিনিট ধরে কথা বলেন তাঁর মা-বাবার সঙ্গে।সাংবাদিকদের অধীর বাবু বলেন অধীরবাবু বলেন, ”আমি কোনও রাজনৈতিক দলের প্রতিনিধি হিসেবে আসিনি। এসেছি সাধারণ নাগরিক হিসেবে। এর আগে ১৪ তারিখে এসেছিলাম। কিন্তু ভালো করে কথা হয়নি। এখানে একটা আবেগের ব্যাপার আছে। তাঁদের তো তেমন দাবি নেই। তাঁরা শুধু চান, একমাত্র মেয়ের এমন মর্মান্তিক পরিণতির জন্য যারা দায়ী, তাদের কঠোরতম শাস্তি হোক।” মুখ্যমন্ত্রীর ভূমিকা নিয়ে অধীর বাবু বলেন – প্রতিক্রিয়া, ”ধর্ষণের অপরাধে ফাঁসির জন্য কোনও আইন লাগবে না। কারণ, এর জন্য আইন বলবৎ আছেই। মুখ্যমন্ত্রী নাটক করছেন। ঘটনার মোড় ঘোরাতে চাইছেন ”

RELATED ARTICLES

Most Popular

Recent Comments