আইপ্যাকের সল্টলেকের দপ্তর এবং কর্ণধার প্রতীক জৈনের বাড়িতে ইডি হানার ঘটনানিয়ে আজ সারাদিন সরগরম থাকে রাজ্য রাজনীতি।ইডি হানা চলাকালীন আচমকা বিরাট পুলিশ বাহিনী নিয়ে সেখানে চলে আসেন মুখ্যমন্ত্রী।কিছুক্ষন পর কয়েকটি ফাইল নিয়ে বেড়িয়ে যান। সাংবাদিক দের প্রশ্নের উত্তরে মুখ্যমন্ত্রী বলেন সবটাই বিজেপির চক্রান্ত। তার দলের গুরুত্বপূর্ণ নথিপত্র হাতানোই ইডির লক্ষ্য। পাশাপাশি দোষারোপ করেন হোম মিনিস্টার অমিত শাহকে। ইডির বিরুদ্ধে ইতিমধ্যে হাই কোর্টে যাওয়ার কথা হচ্ছে রাজ্য সরকারের পক্ষে। অন্য দিকে সরকারি কাজে বাধা দেয়ার অভিযোগে আদালতে যেতে পারে ইডি।ঘটনার প্রতিবাদে শুক্রবার দুপুর দু’টো নাগাদ নিজে পথে নামবেন তিনি। যাদবপুর এইট বি বাসস্ট্যান্ড থেকে হাজরা মোড় পর্যন্ত প্রতিবাদ মিছিলের ডাক দিয়েছেন মুখ্যমন্ত্রী।

