আজ দিন ভর টানাপোড়েন এর পর অবশেষে গ্রেপ্তার এবং পরে ব্যাংকশাল কোর্টে পেশ করা হয় বড়ঞার তৃণমূল বিধায়ক জীবনকৃষ্ণ সাহাকে।নিয়োগ দুর্নীতি মামলায় সিবিআইয়ের হাতে গ্রেপ্তার হয়েছিলেন বছর দুই আগে। আজ আবার তাকে জিজ্ঞাসাবাদ করতে আসে ইডি। প্রথমে ফোন ফেলে দেয়া তারপর পাঁচিল টপকে পালানোর চেষ্টা করেও রেহাই পাননি তিনি। তার ফোন কচু বন থেকে উদ্ধার হয়। পালতে গিয়ে পরে গিয়ে চোট ও পান জীবন কৃষ্ণ বাবু!সুপ্রিম কোর্টের নির্দেশে দুর্নীতি মামলায় জামিনে মুক্তি পান জীবনকৃষ্ণ সাহা।এবার ইডি তার হেপজত চেয়ে আবেদন করেছে বলে সূত্রের খবর।