Saturday, January 31, 2026
Home আন্তর্জাতিক ইরানে মৃত হামাস প্রধান! পেছনে কি ইসরায়েলের হাত?

ইরানে মৃত হামাস প্রধান! পেছনে কি ইসরায়েলের হাত?

ইসরায়েল প্যালেস্টাইন সংঘাতের মাঝেই ইরানে মৃত হামাস প্রধান ইসমাইল হানিয়ে। তাঁকে তেহরানে হত্যা করা হয়েছে বলে জানিয়েছে এই জঙ্গি গোষ্ঠী। বুধবার দ্য ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস এর র তরফে হামাস প্রধানের মৃত্যু নিশ্চিত করে জানানো হয়েছে, তেহরানে ইসমাইল হানিয়ের বাসভবনে হামলা চালানো হয়। তাতেই মৃত্যু হয় হামাসের মাথার।মঙ্গলবার ইরানে প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের শপথ অনুষ্ঠানে যোগ দিতে পৌঁছেছিলেন হামাসের চিফ আর সেখানেই তার মৃত্যু হয়। সরাসরি কেউ দায় না নিলেও এই মৃত্যুর পেছনে যে ইসরায়েল আছে তা মনে করছে বিশেষজ্ঞ মহল। এই ধরণের হত্যা কান্ড আগেও ঘটিয়েছে ইসরায়েলের গুপ্তচর সংগঠন মোসাদ! কী ভাবে তাঁকে হত্যা করা হল তা নিয়ে ইতিমধ্যেই তদন্ত শুরু হয়েছে।

RELATED ARTICLES

Most Popular

Recent Comments