ভারী বৃষ্টি নিয়ে আবহাওয়া দপ্তরের আগাম সতর্কতা ছিলই এবার সেই আশঙ্কাই সত্যি হলো। উত্তর ভারত সহ মধ্যে ভারতের একাধিক রাজ্য একটানা ভারী বর্ষণ বিপর্যস্ত। প্লাবিত দিল্লি। রাজধানী লাগোয়া বহু এলাকা জল মগ্ন।সফদরজং, কাশ্মীর গেট, কনট প্লেস, ইন্ডিয়া গেট এবং অন্য এলাকায় মঙ্গলবারের মতোই বুধবারও একটানা বৃষ্টি চলছে। ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরের লাগোয়া এলাকা জলমগ্ন। এর ফলে ওই এলাকায় ব্যাপক যানজট তৈরি হয়েছে। অন্যদিকে গুরুগ্রামের বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ রাস্তা জলমগ্ন থাকায় দৈনন্দিন জীবনযাত্রা ব্যাহত হচ্ছে।গাড়ি চলাচল সহ বিমান পরিবহন সব ক্ষেত্রেই সমস্যা সৃষ্টি হয়েছে বৃষ্টিতে।একাধিক বিমান দিল্লি বিমান বন্দরে অবতরণ করতে সমস্যায় পড়েছে।কিছু কিছু এলাকায় ত্রাণ বিতরণ করছে স্বেচ্ছা সেবী সংগঠন সহ একাধিক প্রতিষ্ঠান।

