এস আই আর এর চাপে আত্ম ঘাতী হলেন গুজরাটের এক বি এল ও।পেশায় শিক্ষক মৃত ওই বিএলও কর্মীর নাম অরবিন্দ মুলজি ভাধের তিনি গুজরাটের সোমনাথ জেলার বাসিন্দা।উদ্ধার হওয়া সুইসাইড নোট থেকে জানা যায় এসআইআরের কাজের প্রবল চাপ তিনি নিতে পারছেন না। যার জেরেই এই আত্মহত্যা।প্রাথমিক স্কুলে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন ওই শিক্ষক এবং মৃত্যুর আগে স্ত্রীর উদ্দেশে লিখে যান চিঠি।এর আগে বাংলাতেও কাজের চাপে অসুস্থ্য হয়ে বি এলে ওর মৃত্যুর ঘটনা ঘটেছে। নতুন করে এই মৃত্যু বাংলার বি এলে ও দের মধ্যে নতুন করে ক্ষোভের জন্ম দিলো।ইতিমধ্যে প্রশাসনের বিরুদ্ধে সরব হয়েছে অখিল ভারত শিক্ষক মহাসংঘ। পাশাপাশি এই প্রক্রিয়ায় জন্য অন্য কোনও বিকল্প রাস্তা খোঁজার আবেদন জানানো হয়েছে সংগঠনের তরফে।

