Monday, December 8, 2025
Home দেশ এস এস সি ভবন ঘেরাও অভিযান ঘিরে খন্ড যুদ্ধ

এস এস সি ভবন ঘেরাও অভিযান ঘিরে খন্ড যুদ্ধ

গত সোমবার এসএসসি নিয়োগ দুর্নীতি মামলায় রায় দেয় কলকাতা হাই কোর্ট। ২০১৬ সালের প্যানেল পুরোটাই বাতিল করে দেওয়া হয়। তার ফলে চাকরি হারান ২৫ হাজার ৭৫৩ জন। এবার ssc দুর্নীতির প্রতিবাদে আজ পথে নামলো এবং ssc ভবন ঘেরাও করার চেষ্টা করলো বামফ্রন্ট এর যুব সংগঠন।করুণাময়ী পৌঁছনোর আগে মিছিলে বাধা দেয় পুলিশ। বাধা উপেক্ষা করে এগনোর চেষ্টা করেন আন্দোলনকারীরা।মুহূর্তে উত্তেজনা সৃষ্টি হয় গোটা এলাকায়। রীতিমতো পুলিশের সাথে আন্দোলনকারী দের খন্ড যুদ্ধের পরিস্থিতি তৈরী হয়।এই ঘটনায় বেশ কয়েকজনকে আটক করা হয়।পরে ঘটনার প্রতিবাদে আচার্য সদনের সামনেই বিক্ষোভ দেখাতে শুরু করেন আন্দোলনকারীরা।

RELATED ARTICLES

Most Popular

Recent Comments