আজ সন্ধে ৬টা ৩২-এ নেতাজি ভবন মেট্রো স্টেশনে আত্মহত্যার চেষ্টা করেন এক ব্যাক্তি যার জেরে রবিবারের সন্ধেয় ব্যাহত শহরতলীর পাতাল রেল পরিষেবা।কিছুক্ষন বন্ধ থাকার পর সাময়িক ভাবে ময়দান থেকে দক্ষিণেশ্বর ও শহিদ ক্ষুদিরাম থেকে মহানায়ক উত্তমকুমার স্টেশন পর্যন্ত মেট্রো চলাচল শুরু হয়। সমস্যায় পড়েন বহু যাত্রী।প্রায় প্রতি বছরই মেট্রোতে আত্ম হত্যা করেন একাধিক ব্যাক্তি নতুন বছরের শুরুতে সেই ঘটনার পুনরাবৃত্তি হলো আজ।

