প্রকাশ্য রাস্তায় মদ্যপান করার বিরোধীতা করায় আক্রান্ত হলেন এক শিক্ষক। ঘটনাটি ঘটেছে কামারহাটিতে। গোটা ঘটনার সিসি টিভি ফুটেজ খতিয়ে দেখে তদন্তে নেমেছে পুলিশ।আক্রান্ত নিরুপম বাবু বলেন, “কালীপুজোর নিমন্ত্রণ ছিল। ওই রাস্তা দিয়ে ফিরছিলাম। তখন ৮-৯জন মদ্যপান করছিল। প্রতিবাদ করায় ব্যাপক মারধর করে। ওঁদের মধ্যে একটি মেয়েও ছিল। মুখ, চোখ, মাথায় আঘাত লেগেছে। নাক দিয়ে রক্তপাতও হচ্ছে।” দলে ৬ জন ছিলো তারা ওনাকে বেধড়ক মারধর করেন।একজন মহিলাও ঘটনায় যুক্ত ছিলেন বলে প্রাথমিক তদন্তে জানা যায়।