আজ মর্মান্তিক একটি দুর্ঘটনার সাক্ষী থাকলো খড়গপুর স্টেশনের পথ চলতি যাত্রীরা।পশ্চিম মেদিনীপুরের খড়গপুর স্টেশনে রেলের বীমের নিচে চাপা পরে প্রান হারায় এক কিশোর।স্টেশনের ৫ ও ৬ নম্বর প্ল্যাটফর্মের মাঝখানে একটি লোহার মোটা ভারী বিম রাখা ছিল। সেটি নিয়ে খেলছিলো ভবঘুরে ওই কিশোর আচমকা বীমটি তার উপরে পরে যায়।জিআরপি ও আরপিএফ বাহিনী ঘটনাস্থলে যায়। শিশুটিকে উদ্ধার করে দ্রুত খড়গপুর মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয়।কর্মরত চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করে।পরে মৃতদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়। অমৃত ভারত প্রকল্পের কাজের জন্য প্লাটফর্ম এ ওই লোহার বীম রাখা ছিলো বলে জানা যায়।