আজ খসড়া ভোটার তালিকা প্রকাশ করে ইলেকশন কমিশন।সেই তালিকায় একাধিক ভুল ত্রুটি ধরা পরে।প্রকাশিত তালিকায় মৃত, ডুপ্লিকেট, স্থানান্তরিত ভোটারদের নামও রয়েছে। আবার কোথাও বৈধ ভোটারের নাম বাদ গেছে। এই নিয়ে মঙ্গলবার বিক্ষোভ দেখাতে থাকেন ‘বিএলও অধিকার রক্ষা কমিটি’র সদস্যরা। একাধিক দাবী এবং অভিযোগ নিয়ে মুখ্য নির্বাচনী আধিকারিকের সঙ্গেও দেখা করতে যান। সাক্ষাৎ না পেয়ে রাস্তায় বসে বিক্ষোভ দেখাতে শুরু করেন বিএলওরা ।সমস্ত রাজ্যে খসড়া তালিকা প্রকাশের দিন বাড়ানো হয়েছে। কিন্তু বাংলায় তা করা হয়নি এমনকি খসড়া তালিকা দেখা নিয়েও সমস্যা তৈরী হচ্ছে এই সব সমস্যা নিয়ে সোচ্চার হন তারা।দ্রুত পরিস্থিতি একেবারে উত্তপ্ত হয়ে ওঠে। ঘটনাস্থলে মোতায়েন করা হয়েছে বিশাল পুলিশবাহিনীকে।

