থাইল্যান্ড ও কম্বোডিয়া চলতি বছরের ফেব্রুয়ারি মাসে যুদ্ধে জড়িয়ে পড়ে যার জেরে মৃত্যু হয় দুই দেশের বহু সেনা ও নাগরিকের।পরিস্থিতি অত্যন্ত জটিল হয়ে ওঠে।যুদ্ধেরা মাঝেই গত জুন মাসে একটি থাইল্যান্ডের প্রধানমন্ত্রী শিনাওয়াত্রা সঙ্গে কম্বোডিয়ার প্রাক্তন প্রধানমন্ত্রী হুন সেনের ফোনালাপ প্রকাশ্যে আসে। সেখানে থাই প্রাইম মিনিস্টারকে শত্রু দেশকে সাহায্য করার কথা বলতে শোনা যায় এবং নিজের দেশের সেনার সমালোচনা করতে শোনা যায়। এর ফলে জনগণের মধ্যে ক্ষোভ চরমে পৌছায়।বিষয়টি আদালত অবধি পৌঁছে যায়। অবশেষে আদালত প্রধানমন্ত্রীকে দোষী পায় এবং পদ থেকে বরখাস্ত করলো।
গদিচ্যুত থাইল্যান্ড এর প্রধানমন্ত্রী!
RELATED ARTICLES