গোয়ায় উন্মোচিত হল বিশ্বের সর্বোচ্চ রাম মূর্তি। এই ৭৭ ফুট উচ্চতার বিশ্বের সবচেয়ে বড় রামমূর্তির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।ব্রোঞ্জের এই মূর্তি তৈরি করেছেন শিল্পী রাম সুতার।দক্ষিণ গোয়ার শ্রী সংস্থান গোকর্ণ জীবোত্তম মঠে স্থাপিত হয়েছে মূর্তিটি। দেশের অন্যতম জনপ্রিয় পর্যটন স্থান গোয়ায় এই মূর্তি নিঃসন্দেহে অন্য মাত্রা যোগ করতে চলেছে।বিশ্বের সবচেয়ে বড় রামমন্দির উদ্বোধনের পাশাপাশি আজ প্রধানমন্ত্রীর উপস্থিতিতে মঠের ৫৫০ বছর পূর্তি উপলক্ষে একটি ডাক টিকিট ও স্মারক মুদ্রা প্রকাশ করা হয়েছে ভারত সরকারের তরফে।আজকের বিশেষ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গোয়ার রাজ্যপাল অশোক গজপতি রাজু, মুখ্যমন্ত্রী প্রমোদ সাওয়ান্ত, কেন্দ্রীয় মন্ত্রী শ্রীপাদ নায়ক সহ একাধিক রাজনৈতিক ব্যাক্তিত্ব।


