বুধবার সকালে একটি সাব অ্যাডাল্ট রয়্যাল বেঙ্গল বাঘিনীর মৃত্যুহয় আলিপুর চিড়িয়াখানায়।সূত্রের খবর, ওই প্রায় পূর্ণ বয়স্কা বাঘিনী হেমোপ্রোটোজোয়ান প্যারাসাইটে আক্রান্ত ছিল। গত তিন-চারদিন ধরে ভুগছিল। আলিপুর পশু হাসপাতালেই চিকিৎসা চলছিল তার।আজ সব চেষ্টা ব্যার্থ করে দিয়ে মৃত্যুর কোলে ঢোলে পরে বাঘিনীটি।গত তিন মাসে তিনটি বাঘের মৃত্যু ঘিরে কতৃপক্ষর ভূমিকা নিয়ে প্রশ্ন উঠছে।সঠিক ময়না তদন্তর পর আসল তথ্য সামনে আসবে বলে মনে করা হচ্ছে।বর্তমানে চিড়িয়াখানায় বাঘেদের সংখ্যা কমে দাঁড়াল তিনটিতে যার মধ্যে বাঘিনী রইলো মোটে একটি।

