মাওবাদী দমন অভিযানে আবার বড়ো সাফল্য পেলো ছত্রিশ গড় পুলিশ এবং নিরাপত্তা বাহিনী।রবিবার ভোরে ছত্রিশ গড়ের সুকমার একটি জঙ্গলে যৌথ অভিযান চালায় পুলিশ এবং নিরাপত্তা বাহিনী।বাহিনীর কাছে খবর ছিলো ওই এলাকায় লুকিয়ে রয়েছে মাওবাদীদের একটি দল। সেইমতো এলাকা ঘিরে শুরু হয় তল্লাশি। একটা সময়ে কোণঠাসা হয়ে নিরাপত্তাবাহিনীকে লক্ষ্য করে গুলি চালাতে শুরু করে মাওবাদীরা। শুরু হয় গুলির লড়াই।নিরাপত্তারক্ষীদের গুলিতে মৃত্যু হল তিন মাওবাদী নেতার।ঘটনাস্থল থেকে উদ্ধার হয়েছে বেশ কিছু আগ্নেয়াস্ত্র এবং বিস্ফোরক।সরকারের তরফে মাথার দাম রাখা হয়েছিলো পনেরো লক্ষ টাকা।

