Monday, December 8, 2025
Home আন্তর্জাতিক ছাদের বাগানে করুন চন্দ্রমল্লিকা!

ছাদের বাগানে করুন চন্দ্রমল্লিকা!

ছাদের বাগানে এই শীতে যারা চন্দ্র মল্লিকা লাগাতে চান তাদের বলে রাখি,চন্দ্রমল্লিকা ফুল চাষের জন্য উর্বর হালকা দোআঁশ মাটি, উচু, শুষ্ক ও সহজে জল নিস্কাশিত হয় এমন জমি প্রয়োজন।টবের মাটি বানানোর সময় জমিতে পরিমাণমতো পাতাপচা সার, পচা গোবর সার, হাড়গুড়া ব্যবহার করুন।মাটি ঝুরঙুরে হবে এবং ১ ফুট বা ৩০ সেমি. দুরে দুরে চারা বসাতে হবে।গোড়ায় বেশি পানি জমে না যায় সেদিকে নজর দেবেন। গাছ বিকেলে লাগাবেন এবং নিয়মিত জল স্প্রে করবেন।গাছ বেড়ে উঠলে সার হিসেবে অল্প ইউরিয়া ব্যাবহার করবেন।

RELATED ARTICLES

Most Popular

Recent Comments