Sunday, February 1, 2026
Home বাংলা ডায়মন্ড হারবারে দাঁড়াচ্ছেন নৌসাদ সিদ্দিকী

ডায়মন্ড হারবারে দাঁড়াচ্ছেন নৌসাদ সিদ্দিকী

আর মাত্র কয়েকটা মাস পরেই লোকসভা নির্বাচন রাজ্যর বাকি আসন গুলোকে পেছনে ফেলে এই মুহূর্তে চর্চার কেন্দ্র বিন্দুতে ডায়মন্ড হারবার। এই আসনে সিটিং এম পি অভিষেক ব্যানার্জীর বিরুদ্ধে কে দাঁড়ায় সেটাই এখন লক্ষ টাকার প্রশ্ন। উঠে আসছিলো নৌসাদ সিদ্দিকীর নাম এবার সব জল্পনার অবসান ঘটিয়ে নিজেই একটি বেসরকারি সংবাদ পত্রে জানিয়েছেন হ্যাঁ, আমি ডায়মন্ড হারবার আসনে প্রার্থী হচ্ছি। মানুষের উপর ভরসা করেই অভিষেক বন্দ্যোপাধ্যায়কে অথবা যিনি আমার প্রতিপক্ষ থাকবেন, তাঁকেই হারাতে চাই। তাই ইচ্ছা রয়েছে ওই আসনে লড়াই করার।আত্মপ্রত্যয়ের সাথে তিনি জানিয়েছেন অভিষেকবাবু লড়লে, তাঁকেও হারিয়ে কালীঘাটে পাঠাব।

RELATED ARTICLES

Most Popular

Recent Comments