Sunday, December 7, 2025
Home আন্তর্জাতিক ডায়মন্ড হারবারে সুকান্ত মজুমদারকে ঘিরে বিক্ষোভ!

ডায়মন্ড হারবারে সুকান্ত মজুমদারকে ঘিরে বিক্ষোভ!

বৃহস্পতিবার সুকান্ত মজুমদার ডায়মন্ড হারবারের সরিষায় আক্রান্ত বিজেপি কর্মীদের দেখতে গিয়েছিলেন। সেখানেই দলের কর্মীদের একাংশের বিক্ষোভের মুখে পড়তে হল তাঁকে। একদল লোক সুকান্তবাবুকে গো ব্যাক স্লোগান দেন এবং দিলীপ ঘোষ জিন্দাবাদ স্লোগান ও শোনা যায়। তাদের পরনে ছিলো গেরুয়া উত্তরীয় এবং কপালে তিলক তাই স্বাভাবিক ভাবেই এই ঘটনায় ডায়মন্ড হারবারে বিজেপির গোষ্ঠীদ্বন্দ্ব আরও একবার প্রকাশ্যে আসায় কটাক্ষ করেছে তৃণমূল কংগ্রেস। অন্যদিকে সুকান্ত মজুমদার জানিয়েছেন সবই তৃণমূলের চক্রান্ত। তারাই বিজেপি কর্মী সেজে বিক্ষোভ দেখায়। বিক্ষোভকারীদের একজনের ছবিও সমাজ মাধ্যমে ছড়িয়ে পরে। সেখানে তাকে তৃণমূল কংগ্রেসের পার্টি অফিসে দেখা যাচ্ছে।সব মিলিয়ে সুকান্ত মজুমদারের ডায়মন্ড হারবার সফরকে কেন্দ্র করে আজ শাসক বিরোধী তর্জা তুঙ্গে।

RELATED ARTICLES

Most Popular

Recent Comments