Saturday, January 31, 2026
Home বাংলা ডিরেক্টরস গিল্ড এবং ফ্রেডরেশন দ্বন্দ্বর জেরে বন্ধ শুটিং

ডিরেক্টরস গিল্ড এবং ফ্রেডরেশন দ্বন্দ্বর জেরে বন্ধ শুটিং

ডিরেক্টরস গিল্ড এবং ফ্রেডরেশন দ্বন্দ্বর জেরে অচল টালিগঞ্জ। বন্ধ সিনেমার শুটিং। সংগঠনকে না জানিয়ে বাংলাদেশে শুটিং করার জন্য পরিচালক রাহুল মুখার্জিকে বয়কট করে ফ্রেডারেশন।শুক্রবার পরিচালক সংগঠনের তরফে বৈঠকের পর দীর্ঘ বিবৃতি দিয়ে জানানো হয়েছিল পরিচালকের আসনে ফিরতে পারবেন রাহুল। à¦†à¦œ সকালে টেকনিশিয়ান ষ্টুডিওতে শুটিং শুরু করার কথা ছিলো কিন্তু টেকনিসিয়ান রা কাজ করতে রাজি হয়নি তাদের দাবী  â€à¦ªà¦°à¦¿à¦šà¦¾à¦²à¦• রাহুল মুখোপাধ্যায়কে চাই না। উনি ক্রিয়েটিভ প্রোডিউসারই থাকুন। আইন মেনে কেউ শুটিং করলে আমরাও যোগ দিতে রাজি।”একাধিক বিখ্যাত পরিচালক আসেন স্টুডিওতে তবে নিজেদের অবস্থানে অনড় ফ্রেডারেশন। জট কাটার নাম নেই। তার মধ্যে ডিরেক্টররাও কাজ বন্ধ করার হুমকি দিচ্ছেন সব মিলিয়ে অচল অবস্থার দিকে এগোচ্ছে ইন্ডাস্ট্রি।

RELATED ARTICLES

Most Popular

Recent Comments