Saturday, January 31, 2026
Home আন্তর্জাতিক তৃণমূলের জয় নিয়ে বড়ো বার্তা দিলেন অখিলেশ যাদব!

তৃণমূলের জয় নিয়ে বড়ো বার্তা দিলেন অখিলেশ যাদব!

অখিলেশ যাদব বরাবরই মমতা বন্দোপাধ্যায়কে নিয়ে আশাবাদী এবং বিজেপির বড়ো শত্রু। আজ একটি সভায় তিনি বলছেন, সামাজিক সুরক্ষা প্রকল্প, মহিলা ও কৃষকবান্ধব নীতি এবং সাধারণ মানুষের সঙ্গে সরাসরি যোগাযোগই তৃণমূল কংগ্রেসের সবচেয়ে বড় শক্তি। বৃহস্পতিবার উত্তরপ্রদেশে এক সভায় অখিলেশ বলেন, “পশ্চিমবঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায় বড় ব্যবধানে জিতবেন। বিজেপি সর্বত্র ষড়যন্ত্রের রাজনীতি করতে অভ্যস্ত। কিন্তু এবার বাংলায় সেই ষড়যন্ত্র কাজ করবে না।”পাশাপাশি জাতীয় রাজনীতির প্রসঙ্গও টেনে সমাজবাদী পার্টি প্রধানের দাবি, পশ্চিমবঙ্গে পরাজয়ের পর উত্তরপ্রদেশেও বিজেপিকে হারতে হবে। “আগে বাংলা, তারপর উত্তরপ্রদেশে হার, এই পরাজয়ের ধারাই বিজেপির ভবিষ্যৎ ঠিক করে দেবে,” বলেও দাবি করেন অখিলেশ।

RELATED ARTICLES

Most Popular

Recent Comments