ফের বিয়ে করতে চলেছেন আমির খান?
বুধবার একটি সংবাদমাধ্যমে এমনই একটি দাবি ঘিরে শুরু হয়েছে তীব্র জল্পনা। বলা হয়েছে, আমির খান আবার বিয়ে করতে চলেছেন এবং এই বিয়ে হতে চলেছে তার তৃতীয় বার।
বাংলাদেশের এক সংবাদমাধ্যমে দাবি করা হয়েছে, ৫৯ বছর বয়সি অভিনেতা নাকি এবারে তার ‘তিন নম্বর’ স্ত্রী হিসেবে তাঁর ‘চিনা-জানা’ এক নারীকে বিয়ে করতে চলেছেন।
তবে সেই প্রতিবেদন অনুযায়ী, সেই নারীর নাম বা পরিচয় এখনও প্রকাশ করা হয়নি।
যদিও আমির খানের ঘনিষ্ঠ মহল থেকে এখনও পর্যন্ত এ বিষয়ে কোনো প্রতিক্রিয়া মেলেনি।
এর আগে আমির খানের দু’টি বিয়ে ভেঙেছে। প্রথম বিয়ে হয়েছিল রীনা দত্তের সঙ্গে, যাঁর সঙ্গে তাঁর দুই সন্তান আছে। দ্বিতীয় বিয়ে হয়েছিল কিরণ রাওয়ের সঙ্গে, যাঁর সঙ্গে তাঁর একটি সন্তান রয়েছে।
তাঁর দ্বিতীয় স্ত্রী কিরণ রাওয়ের সঙ্গে এখনও বিভিন্ন সামাজিক অনুষ্ঠানেও দেখা যায় আমিরকে। তাই এই নতুন বিয়ের খবর ঘিরে জল্পনা আরও বেড়েছে।