Sunday, August 31, 2025
Home বাংলা দলীয় কর্মীদের বিক্ষোভের মুখে কাঞ্চন মল্লিক

দলীয় কর্মীদের বিক্ষোভের মুখে কাঞ্চন মল্লিক

সম্প্রতি আমার পাড়া আমার সমাধান ক্যাম্পের উদ্বোধন অনুষ্ঠানে উত্তর পাড়ায় কাঞ্চন মল্লিকের অনুপস্থিত থাকা নিয়ে দলের অন্দরেই উঠেছিলো প্রশ্ন।শনিবার এই কার্যক্রমে উপস্থিত হয়ে দলীয় কর্মীদের একাংশর ক্ষোভের মুখে পড়েন উত্তরপাড়ার বিধায়ক।তাঁকে দেখামাত্রই নানা স্লোগান তোলেন এলাকাবাসী।তাদের মূল অভিযোগ, এলাকায় বিধায়ককে দেখা যায় না। ঠিকমতো নাগরিক পরিষেবা মেলে না। উত্তরে কাঞ্চন এই অভিযোগ অস্বীকার করেন এবং জানান সব নেতা ও কর্মী এক নয়। যেদিন উত্তরপাড়া থেকে বিদায় নেব, সেদিন বিদায় সম্ভাষণে উত্তরপাড়ার মানুষের সম্পর্কে অভিজ্ঞতা বলে দিয়ে যাব।তার শুটিং এ ব্যাস্ত থাকা এবং এলাকায় না আসা নিয়ে আগেও বিরক্তি প্রকাশ করেছেন স্থানীয় নেতৃত্ব। বার বার নিজেকে নির্দোষ এবং দায়িত্বশীল বিধায়ক রূপে প্রতিষ্ঠিত করার চেষ্টা করে গেছেন। সামনেই বিধানসভা নির্বাচন। আবার কি কাঞ্চন মল্লিক দাঁড়াবে এই কেন্দ্রে এই নিয়েও উঠছে প্রশ্ন।

RELATED ARTICLES

Most Popular

Recent Comments