Monday, December 8, 2025
Home বাংলা দিনে দুপুরে বরানগরে সোনার দোকানে ডাকাতি, খুন দোকানের মালিক!

দিনে দুপুরে বরানগরে সোনার দোকানে ডাকাতি, খুন দোকানের মালিক!

দিনে দুপুরে ভয়াবহ ডাকাতি এবং খুনের ঘটনার সাক্ষী থাকলো বরা নগর। দুপুর তিনটে নাগাদ ক্রেতা সেজে কয়েকজন দুষ্কৃতী দোকানে ঢোকেন। তারপর লুটপাট শুরু করে। বেগতিক বুঝতে পেরে বাধা দেন দোকানের মালিক শংকর জানা। বাধা পেয়ে ডাকাতরা দোকান মালিককে আক্রমণ করে  প্রথমে শংকরবাবুর চোখে লঙ্কার গুঁড়ো ছিটিয়ে দেওয়া হয়। এরপর মাথার পিছনে ভারী কিছু দিয়ে আঘাত করে ডাকাতদল। জ্ঞান হারিয়ে পড়ে যান। পরে তাকে দোকানের ভিতর থেকে মৃত অবস্থায় উদ্ধার করা হয়।পুলিশ আসে এবং রুটিন মাফিক তদন্ত শুরু হয়। প্রাথমিক তদন্তে মনে করা হচ্ছে আগেভাগে রেইকি করে তবেই এই দোকানে লুটের উদ্দেশে এসেছিল দুষ্কৃতীরা। আশপাশের দোকান এবং বিভিন্ন স্থানের সিসিটিভি ফুটেজ ক্ষতিযে দেখছে পুলিশ।

RELATED ARTICLES

Most Popular

Recent Comments