এই মুহূর্তে বিশ্বে অন্যতম সেরা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স সংস্থা স্যাম অল্টম্যান কতৃত স্থাপিত ওপেন এ আই যার চ্যাট জি পিটির দ্বিতীয় বৃহত্তম বাজার ভারত এ বছরের শুরুতেই ভারতে অফিস খোলার কথা জানিয়েছিল এবং দিল্লিতেই অফিস খোলার পরিকল্পনা ছিল এই সংস্থার। সেই মতোই রাজধানীতে অফিস স্পেস লিজ় নিয়েছে স্যাম অল্টম্যানের সংস্থা। দ্রুত ভারতের মাটিতে তাদের প্রথম অফিস খুলবে এই প্রতিষ্টান।স্যাম অল্টম্যানের কথায় , ‘ভারতের জন্য এআই তৈরি এবং কৃত্রিম বুদ্ধিমত্তার অ্যাডভান্সড পরিষেবা ভারতে আরও বেশি করে যাতে উপলব্ধ হয়, সে জন্য এ দেশে লোকাল টিম তৈরি গুরুত্বপূর্ণ।’ এবার সেই পদক্ষেপ সম্পন্ন হতে চলেছে।পরিসংখ্যান বলছে ভারতে চ্যাটজিপিটি-র ইউজ়ার প্রায় চার গুণ বেড়েছে।

