গতকাল দিল্লিতে বিস্ফোরণে অন্তত ১৩ জনের মৃত্যু হয়েছে। আহত একাধিক। গোটা দেশ শোকে মুহ্যমান। শোক প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী এবং রাষ্ট্রপতি।এখনো জঙ্গি হামলা হিসেবে ঘোষণা না করা হলেও তদন্তের গতিপথ সেদিকেই ইঙ্গিত করছে।গ্রেপ্তারকরে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে সন্দেহভাজনদের।মঙ্গলবার স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ তাঁর বাসভবনে স্বরাষ্ট্রসচিব, আইবি ডিরেক্টর, এনআই এর উচ্চ পর্যায়ের অফিসারদের হাতে উচ্চ পর্যায়ের বৈঠক করেন।তারপর কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের তরফে তদন্তের দায়িত্ব তুলে দেওয়া হয়েছে এনআইএ-র হাতে।

