Monday, December 8, 2025
Home দেশ দুই বিধানসভা উপ নির্বাচনে বিজেপি তৃণমূল জোর লড়াই

দুই বিধানসভা উপ নির্বাচনে বিজেপি তৃণমূল জোর লড়াই

পশ্চিমবঙ্গে লোকসভা উপনির্বাচনের পাশাপাশি দুটি বিধানসভা কেন্দ্রে উপনির্বাচন অনুষ্ঠিত হবে দুটি কেন্দ্র কে সমান গরুত্ব দিচ্ছে তৃণমূল এবং বিজেপি।বরানগর ও ভগবানগোলার জন্য প্রার্থী ঘোষণা করে দিল রাজ্যের শাসকদল। বরনগরে প্রার্থী করা হয়েছে সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়কে। ভগবানগোলায় তৃণমূলের প্রার্থী রেয়াত হোসেন সরকার।মোট দুই দফায় রাজ্যের দুটি টি বিধানসভা কেন্দ্রে হতে চলেছে উপনির্বাচন। তৃতীয় দফায় ভোটের দিন উপনির্বাচন হবে মুর্শিদাবাদের ভগবানগোলায়। আর সপ্তম দফায় ভোটের দিন উপনির্বাচন হবে বরানগরে।বরানগর থেকে ইস্তফা দিয়ে লোকসভা ভোটে লড়ছেন তাপস রায় তার জ্যায়গায় বিধানসভা  ভোটে বিজেপির হয়ে লড়ছেন একদা তার শিষ্য সজল ঘোষ। তৃণমূলের প্রার্থী অভিনেত্রী সায়ন্তিকা।

RELATED ARTICLES

Most Popular

Recent Comments