Sunday, February 1, 2026
Home বাংলা দ্বিতীয় সন্তান এলো রাজ - শুভশ্রীর ঘরে!

দ্বিতীয় সন্তান এলো রাজ – শুভশ্রীর ঘরে!

টলিউড এর আলোচিত দম্পতি রাজ শুভশ্রী তাদের দ্বিতীয় সন্তান পেলেন আজ।বৃহস্পতিবারই শুভশ্রীর কোল জুড়ে এল ফুটফুটে কন্যাসন্তান। ছেলের পর, মেয়ের বাবা হয়ে আনন্দে আত্মহারা রাজ। টুক করে করলেন টুইট। লিখলেন, তাঁর ছোট্ট রাজকন্যার কথা। আর তার পরেই ইনস্টাগ্রামের হাত ধরে রাজ ও শুভশ্রী জানিয়ে দিলেন, তাঁদের রাজকন্যার নাম ইয়ালিনি চক্রবর্তী।তাদের প্রথম পুত্রের নাম ইউভান।

RELATED ARTICLES

Most Popular

Recent Comments