আজ বিরোধী দল নেতার রূদ্র মূর্তি দেখলো নন্দীগ্রাম থানা। ঘটনার সূত্রপাত ২৫ এ ডিসেম্বর, ওই দিন তৃণমূলের প্রচারের জন্য সাজানো ‘উন্নয়নের পাঁচালি’ ট্যাবলো ভাঙচুরের অভিযোগ ওঠে বিজেপির কিছু কর্মীর বিরুদ্ধে। অভিযোগের ভিত্তিতে নন্দীগ্রাম থানার পুলিশ কয়েকজন বিজেপি কর্মীকে গ্রেপ্তার করে। এর মধ্যে একজন বিজেপি মণ্ডল সভাপতির ভাই। শুভেন্দু অধিকারীর অভিযোগ সঠিক আইন না মেনে সিভিল ড্রেসে পুলিশ নেতাদের বাড়ি পৌছায় এবং মহিলা পুলিশ ছাড়াই মহিলা এবং বাচ্চাকে হেনস্থা করা হয়।শুধু তাই নয় তিনি আরো বলেন পুলিশের সাথে কোনোও বডিক্যাম ও ছিল না।কার্যত হুমকির সুরে বলেন সরকার বদল হলে দোষীদের দেখে নেয়া হবে। এবং খুব শিগ্রই রাজ্যে নির্বাচন আচরণ বিধি লাগু হবে তাই পুলিশকে সতর্ক হতে হবে।এদিন তিনি শাসক দলের তীব্র সমালোচনা করেন এবং দলীয় কর্মীদের পাশে থাকার বার্তা দেন।শুভেন্দু অধিকারির সাথে পুলিশের কথোপকথন ক্যামেরা বন্দী হয় এবং ভিডিও মুহূর্তে ভাইরাল হয়ে যায়।

