আইপ্যাক কাণ্ডে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী নবান্নের সামনে ধরনায় বসতে চেয়েছিলেন। সেই মর্মে হাই কোর্ট এর আবেদন ও জমা দেয়া হয় নিয়ম মেনে। কিন্তু বৃহস্পতিবার হাই কোর্টের তরফে স্পষ্ট জানিয়ে দেওয়া হল যে বিরোধী দল নেতার পছন্দমতো জায়গা নয়, আদালতে নির্ধারিত স্থানেই করতে হবে জমায়েত।নবান্ন চত্বর হাই সিকিওরিটি জোন’ হওয়ায় তার সামনে ধরনার অনুমতি দেয়া হয়নি।তার বদলে মন্দিরতলা বাসস্ট্যান্ডে ধরনার অনুমতি দেয়া হয়েছে।পাশাপাশি আদালতের তরফে একাধিক শর্ত আরোপ করা হয়। মাইক ব্যাবহারেও নিষেধাজ্ঞা দেয়া হয়।৫০ জনের বেশি মানুষের জমায়েত করতে নিষেধ করা হয়।শুক্রবার সকাল ১০টা থেকে বিকেল ৪টে পর্যন্ত ধরনা চলার কথা।সূত্রের খবর হাই কোর্টের রায় চ্যালেঞ্জ করে বিজেপি ডিভিশন বেঞ্চের দ্বারস্থ হতে পারে।

