৯ আগস্ট অভয়া পরিবারের ডাকা নবান্ন অভিযান ঘিরে প্রশাসনিক সতর্কতা ছিলো তুঙ্গে। জায়গায় জায়গায় ব্যারিকেড এর পাশাপাশি মোতায়েন ছিলো বিরাট পুলিশ বাহিনী। মিছিল শুরু হতেই আটকানোর চেষ্টা করা হয় বলেও অভিযোগ।লাঠি চার্জ এর তথ্যও সামনে আসে। পুলিশের বিরুদ্ধে অভিযোগ ওঠে অভয়ার মা কে আঘাত করার। আহত অবস্থায় তাকে বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। পরে তাকে দেখতে যান শুভেন্দু অধিকারী।অভয়ার বিচারের দাবীতে এই আন্দোলন এখানেই শেষ নয় আগামী দিনে আরো তীব্র আন্দোলন হবে বলে জানিয়েছেন বিরোধী দল নেতা। এই আন্দোলন কে অনৈতিক এবং বিজেপি চক্রান্ত বলে কটাক্ষ করেন কুনাল ঘোষ। তবে এদিন শুভেন্দু অধিকারী ছাড়া আর কোনো বড়ো বিজেপি নেতা কে দেখা যায়নি রাস্তায়।